BY- Aajtak Bangla
8 APRIL, 2025
আজকাল বাড়িতে ছোট বাগান করেন অনেকেই। সেখানে বিভিন্ন গাছপালার মধ্যে জবা অন্যতম।
জবা ফুল শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, পুজোতেও দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, মা কালী, দুর্গা ও গণেশের প্রিয় ফুল জবা।
গ্রীষ্মকালে জবা ফুল ও পাতার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। জানুন কীভাবে এই গাছের ভাল যত্ন নিতে পারেন।
অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ফুল শুকিয়ে যায়।
ফিটকিরিতে এক লিটার গরম জল যোগ করুন। ফিটকিরি ভাল করে গলে যেতে দিন।
জল ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে গাছে ভাল করে স্প্রে করুন।
এতে ছত্রাকের সংক্রমণ দূর হয় এবং পাতা সব সময় সবুজ থাকে। এটি ১৫ দিনে একবার ব্যবহার করা উচিত।
জবা গাছের ভাল বৃদ্ধির জন্য, অ্যালাম পাউডারও ব্যবহার করতে পারেন। এই পাউডার জবা গাছের মাটিতে মিশিয়ে দিন।