BY- Aajtak Bangla

বাড়িতে লাগান জবা ফুলের গাছ, ধনসম্পদ উপচে পড়বে

27.3.2025

বাড়িতে সব গাছ লাগানো উচিত নয়। বিশেষ করে ফুলগাছ তো নয়ই। বেশ কিছু গাছ লাগালে বাড়ির অমঙ্গল হয়।

তেমনই আবার এমন কতগুলো গাছ আছে যেগুলো লাগালে বাড়িতে শান্তি ফেরে। টাকা পয়সা আসে।

এমনই একটি গাছ হল জবা ফুলের গাছ। প্রতিটি গৃহস্থের বাড়িতে জবা ফুলের গাছ লাগানো উচিত।

 বাস্তু অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী ও শুভ। জবা ফুল যেমন মা কালীর প্রিয়, তেমন এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়।

জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কোষ্ঠীতে সূর্য খুব শক্তিশালী হয়। যে কোনও সমস্যা থেকে মুক্তি মেলে।

বিশেষ করে জবা গাছ যে কোনও অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দেয়।

তবে জবা গাছ বাড়িতে যে কোনও দিকে লাগালে চলবে না। বাড়ির পূর্ব কোণে লাগাতে হবে। তবেই সুফল পাবেন।

একইভাবে বাড়িতে গোলাপ ফুল লাগানোকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফুল বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগাতে হবে।  

এই ফুলে পুজোও করা যায়। ভালোবাসার প্রতীক বলে মনে করা হয় এই ফুলকে।