BY- Aajtak Bangla
23 May, 2025
টাইগার হিল, বাতাসিয়া লুপ তো দেখেছেন! কিন্তু দার্জিলিঙের এমন ১০টি স্বর্গসুন্দর জায়গা জানেন কি, যেখানে পর্যটকের ভিড় নেই?
1. Lamahatta Eco Park (লামাহাট্টা ইকো পার্ক) প্রাকৃতিক বৃক্ষ ও মনোরম পাইন বন – ফটোশুট ও মেডিটেশনের জন্য আদর্শ।
2. Tinchuley Village (টিনচুলে গ্রাম) জিরো কমার্শিয়ালাইজেশন – সিকিম ও কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা গোপন স্থান।
3. Takdah Cantonment (টাকদা ক্যান্টনমেন্ট) একসময়ের ব্রিটিশ সেনা ছাউনি, এখন অপার নৈঃশব্দ্য ও ইতিহাসের হদিস।
4. Chatakpur Eco Village (চটাকপুর ইকো ভিলেজ) জঙ্গলের মাঝে কাঠের কটেজ, জঙ্গলের শব্দ ছাড়া আর কিছু নেই! .
5. Bara Mangwa (বড়া মাঙ্গোয়া) আর্কিড বাগান ও প্রাকৃতিক অর্গানিক ফলের রাজ্য – প্রকৃতির কোলে বিশ্রাম। . .
6. Latpanchar (লাটপানচর) বার্ড ওয়াচিং প্রেমীদের স্বর্গ – 'রেড পাণ্ডা' ও 'হিমালয়ান মনাল' এর হদিস এখানেই।
7. Singtom Tea Estate Resort (সিংটম টি এস্টেট) বিশ্বের প্রাচীন চা-বাগানে থাকার ব্যবস্থা – পর্যটক কম, শান্তি বেশি।
8. Barbotey Rock Garden (রক গার্ডেন) জলের ঝর্ণা, পাথরের পথ ও বিশাল খাড়া পাহাড় – একেবারে সিনেমার মতো।
9. Mahakal Cave (মহাকাল গুহা) ধর্মীয় ইতিহাস ও প্রকৃতির মিলনস্থল, অতি কম মানুষ যান।
10. Dawaipani Village (দাওয়াইপানি গ্রাম) কমার্শিয়াল দার্জিলিং থেকে বহু দূরে, প্রকৃত নির্জনতা অনুভব করতে চাইলে একমাত্র গন্তব্য।