BY- Aajtak Bangla
7 SEPTEMBER 2024
শহরের কোলাহল থেকে দূরে যেতে চাইলে এই পাঁচ হিল স্টেশনে ঘুরে আসুন। শুধু শহরের কোলাহল নয়, প্রাকৃতিক সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে।
কলকাতা থেকে পাহাড়ে ঘুরতে গেলে, দার্জিলিং-এর নাম সবচেয়ে আগে আসে। দারুণ চা বাগান, টয় ট্রেন ঐতিহাসিক জায়গা মিলে দারুণ ঘুরতে যাওয়ার জায়গা।
আরও একটা দারুণ জায়গা কালিম্পং। দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর ফুলের বাগান আপনাদের মুগ্ধ করবেই।
সিকিমের রাজধানি গ্যাংটকও ঘুরতে যাওয়ার জন্য সেরা ঠিকানা। তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা।
পাশাপাশি চলে যেতে পারেন রিশপেও। নিরিবিলিতে সময় কাটাতে যেমন ভাল লাগবে তেমনই করতে পারেন ট্রেকিংও।
কার্শিয়ং-এর স্থানীয় চা বাগান, সঙ্গে ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য দেখলে মন ভরে যাবে।
রিশপের পাশাপাশি ঘুরে আসতে পারেন লাভা থেকেও। কালিম্পং থেকে লাভার দূরত্ব খুব বেশি নয়। ঘন জঙ্গল, প্রাকৃতি প্রেমীদের জন্য দারুণ।
মিরিক লেক ঘুরতে যাওয়ার জন্য খুব ভাল। এখানে বোটিং-এর ব্যবস্থাও আছে।