15 JULY 2025

BY- Aajtak Bangla

ইলিশ রান্নার আগে ধুলে স্বাদ চলে যায়? জেনে তবেই রান্না করুন

বাজার থেকে হাজার, দু'হাজার টাকা দিয়ে ইলিশ কিনছেন, কিন্তু রান্নার ভুলে এর স্বাদ নষ্ট করছেন না তো?

ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, কাঁচকলা দিয়ে ইলিশ, ইলিশ ভাজা সবরকম ভাবে ইলিশ খেতে ভালো লাগে।

ইলিশের কাছে সমস্ত মাছ-মাংস হার মানে। তবে ইলিশ যদি নদীর হয় তবেই এর স্বাদ বেশি হয়। 

সাগরের নোনা জলের ইলিশের স্বাদ ততটাও নয়।

তবে এই ইলিশের স্বাদ আরও মরে যেতে পারে, যদি এই ভুল করেন।

ইলিশ রান্নার আগে বেশি জল দিয়ে ধুলেই এর স্বাদ নষ্ট হয়ে যাবে।

ইলিশ ভালো করে ধুলে চলবে না, ধুলেই এর স্বাদ চলে যাবে।

বাজার থেকে কিনে অল্প জলে একবারই ধুতে হবে। ভুলেও দু'বার নয়।

ধুয়ে জল ঝরে গেলে নুন ও ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন। এতে মাছের ভিতরে নুন ভালো করে ঢুকবে। স্বাদও বাড়বে। 

ইলিশ কখনও লাল করে ভাজবেন না। হালকা ভাজলে এর সুবাসে এক থালা ভাত উঠে যাবে।