BY- Aajtak Bangla

ইলিশ মাছ খেলে শরীর এসব হবে, জানেন কি

26 July  2024

ইলিশ মাছ কার না পছন্দ বলুন! বর্ষার সময় মানেই ইলিশের মরশুম। স্বাদে অতুলনীয় হয় ইলিশ।

এমন সুস্বাদু মাছ খেলে পেট-মন সব ভরে যায়। তাই তো বাজারে ইলিশ মাছের এত চাহিদা থাকে।

তবে রোজ রোজ ইলিশ মাছ খাওয়া কি ভাল? রোজ ইলিশ খেলে শরীরে কী হয়?

বিশেষজ্ঞদের মতে, ইলিশ মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

 ইলিশ মাছে রয়েছে আয়োডিন, জিঙ্ক, পটাশিয়াম। যা ক্যান্সারের ঝুঁকি কমায়। .

নিয়মিত ইলিশ মাছ খেলে হাড় ভাল থাকে। থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ থাকে। . .

ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।   . .

 ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হার্টকে ভাল রাখে।

 ইলিশ মাছে থাকা প্রোটিন কোলাজেনের অন্যতম উপাদান। যা আমাদের ত্বককে নমনীয় এবং টানটান রাখে।