খাবেন নাকি মণিপুরী ইলিশ?

BY: Aajtak Bangla 
6 SEPTEMBER 2021

ঘোর বর্ষাতেও এবার ইলিশের তেমন  দেখা নেই।

কোথাও মিললেও আকাশছোঁয়া দাম। এই অবস্থায় ইলিশের বিকল্প হতে পারে পেংবা মাছ।

চিনের ইউহান থেকেই সারা পৃথিবীতে ছড়িয়েছে পেংবা মাছ।

আমাদের দেশেও পেংবার দেখা মেলে। তবে তা শুধুমাত্র মণিপুরে।

এই পেংবা মাছ নাকি খুবই সুস্বাদু। একে তাই মণিপুরী ইলিশও বলা হয়।

দেখতে অনেকটা এক রকম হলেও পুঁটির থেকে আকারে ঢের বড় পেংবা।

স্বাদে একেবারে ইলিশের মতো। ।

মণিপুরে ৮০০ থেকে ১০০০ টাকা কিলো দরে বিক্রি হয় পেংবা।

এরকম আরও
স্টোরি চাই?

More WEB sTORIES