BY: Aajtak Bangla 

ব্রজভূমিতে শুরু হোলি উৎসবের উদযাপন 

1 MARCH 2023

দেশজুড়ে রঙের উৎসব উদযাপন 

ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বা হোলি। ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। 

বিশেষ দিনে ভিন্ন জায়গায় পুজো হয়

দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত।

 ব্রজভূমির হোলি খুব বিখ্যাত

দেশজুড়ে বিভিন্ন স্থানে রঙের উৎসব উদযাপন হলেও, ব্রজভূমির হোলি দারুণ বিখ্যাত। 

দীর্ঘদিন ধরে চলে উদযাপন 

এই ব্রজভূমি মথুরা, বৃন্দাবন এবং এর কাছাকাছি এলাকা জুড়ে অবস্থিত। শুধু একদিন নয়, হোলির আগে ও পরে, দীর্ঘদিন ধরে চলে উদযাপন। 

গোটা বিশ্বের পর্যটকরা ভিড় জমায়

হোলির রীতিনীতি ও ঐতিহ্যের কারণে সারা বিশ্ব থেকে পর্যটক এবং তীর্থযাত্রীরা এখানে ভিড় জমায়। 

 মথুরায় জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের

মথুরা হল ভগবান কৃষ্ণের জন্মস্থান এবং বৃন্দাবন হল সে জায়গা, যেখানে তিনি শৈশবে বেড়ে উঠেছিলেন।

দোল পূর্ণিমা খুবই শুভ সনাতন ধর্মে 

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। 

ব্রজের হোলির জনপ্রিয়তা অনেক 

ব্রজের হোলি গোকুল, বৃন্দাবন, বরসানা, নন্দগাঁও থেকে মথুরা পর্যন্ত সমগ্র ব্রজভূমি জুড়ে। 

আকর্ষণীয় উপায়ে হোলি উদযাপন হয়

হোলি খুব আকর্ষণীয় উপায়ে উদযাপন হয়। এখানে হোলি শুধু রং নয়, লাঠি দিয়েও উদযাপন করা হয়।

দোল ও হোলির তারিখ

এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন) এবং হোলি পড়েছে ৮ মার্চ। 

দোল পূর্ণিমার সময় 

৬ মার্চ অপঃ ৪/১৮/৪৭ মিনিট থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬/০/৪০ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। 

সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বা হোলি। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। রঙের উৎসবে কম বেশি সামিল হোন সকলেই। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত।দেশজুড়ে বিভিন্ন স্থানে রঙের উৎসব উদযাপন হলেও, ব্রজভূমির হোলি দারুণ বিখ্যাত।