BY- Aajtak Bangla

হোলিতে কীভাবে আদরের পোষ্যকে  নিরাপদ রাখবেন? ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ 

13 MARCH, 2025

হোলিতে বহুবিধ বাজারজাত রং পাওয়া যায়। আবিরের সঙ্গেও নানাবিধ রাসায়নিক ও সিন্থেটিক রঞ্জক মেশানো থাকে। যা ত্বক ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক।

এই রং যে শুধু মানুষের জন্য ক্ষতিকারক তা কিন্তু নয়, যে কোনও রং পশু- পাখির জন্যেও ক্ষতিকারক। 

অনেকে না জেনে বাড়ির পোষ্যর গায়ে রং লাগান দোলের দিন। আবার ইচ্ছেকৃতভাবে সারমেয়দের গায়ে রং দেন। যেটা খুবই ক্ষতিকারক পশু- পাখিদের জন্য। 

ফলে অনেকক্ষেত্রেই এদিন পোষ্যরা অনেকটা ভয়ে থাকে, নিরাপত্তার অভাব অনুভব করে। জানুন হোলিতে কীভাবে আদরের পোষ্যকে নিরাপদে রাখবেন।         

পোষ্যকে রাসায়নিক রঙের সংস্পর্শে আসতে দেবেন না। এই রং পোষ্যর পশম ও ত্বকের জন্য খুব বিষাক্ত হতে পারে। 

পোষ্যর ত্বকে নারকেল তেল লাগাতে পারেন হোলির সকালে, যাতে রং লাগলেও তা পরিষ্কার করতে সুবিধা হয়।

প্রাণীর গায়ে রং লাগলে, পরিষ্কার করতে ভুলেও কেরোসিন বা স্পিরিট ব্যবহার করবেন না। 

হোলির দিন সুস্বাদু মিষ্টি, লস্যি বা রকমারি ভাজাভুজি খাওয়া হয়। অনেকে ভালোবেসে পোষ্যকে এই সব খাবার খেতে দেন।

মিষ্টি বা তেল- মশলাযুক্ত খাবার, প্রাণীদের জন্য ভাল নয়। খেয়াল রাখুন যেন, ক্ষতিকারক কিছু না খায় এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করে।

তবে যে কোনও ধরনের সমস্যায় ঝুঁকি না নিয়ে যোগাযোগ করুন পশুরোগ বিশেষজ্ঞর সঙ্গে।