08 MARCH, 2025

BY- Aajtak Bangla

আবির ভেজাল নয়তো? এই ট্রিকসেই বুঝে নিন 

সামনেই দোল। রঙের খেলায় মাতবে গোটা দেশ। দোল মানেই রঙ ও আবিরের চাহিদা তুঙ্গে। তবে অনেকেই আজকাল রঙ খেলেন না।

তাঁরা ভরসা মূলত আবিরে। কিন্তু জানেন কি আবিরে ভেজাল মেশানো থাকে? যা ত্বকের জন্য ভীষণই ক্ষতিকারক।

জেনে নিন খাঁটি আবির চিনবেন কী করে। পাউডারের সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় রং-বেরঙের আবির।

একাধিক জায়গায় রয়েছে এই ভেজাল রং এবং আবির তৈরির কারখানা। সেখানেই তৈরি হয় এই ধরনের ভেজাল আবির।

পাথর গুঁড়ো করে ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে এই ধরনের আবির তৈরি করা হয়। মাত্র চার, পাঁচ টাকা কেজি দরে কিনে আনা হয় এই আবির।

তারপর কারখানাগুলোতে লাল, সবুজ ও হলুদ রং মিশিয়ে তৈরি করা হয় বাহারি আবির। বিক্রির জন্য আবিরে নানা ধরনের সুগন্ধীও মেশানো হয়।

যা ত্বকের ক্ষতি করে। আবির কেনার সময় হাতে নিয়ে দেখে নেবেন হাতে কোনও দানা ঠেকছে কি না। তাহলে বুঝবেন তা নকল।

আর ভেজাল আবিরে তীব্র সুগন্ধী ব্যবহার করা হয়। যা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন। তখনই বুঝতে হবে তা নকল।

নকল আবির হাতে নিলে ত্বক চুলকাতে পারে। যদি দেখেন হাতে নিতেই চুলকানির সমস্যা হচ্ছে তাহলে একেবারেই সেই আবির কিনবেন না।