BY- Aajtak Bangla

এই ১ ট্রিকসে হোলির রং উঠবে জামাকাপড় থেকে, অকেজো ভেবে না ফেলে ট্রাই করুন 

12 MARCH, 2025

 প্রায় গোটা দেশের মানুষ হোলি বা দোল উৎসব উদযাপন করেন। এবার রঙের উৎসব পালিত হবে ১৪ মার্চ।

 রং খেলতে পছন্দ করলেও, সমস্যা হ‍য় জামাকাপড়ের রং তুলতে। প্রচুর ঘষাঘষি করে উঠতে চায় না। 

 কিছু টিপসে কোনও ঝামেলা ছাড়াই নিমেষে উঠবে জামাকাপড়ের রং।     

এই একটি হ্যাকে কয়েক মিনিটের মধ্যে কাপড় থেকে রং পরিষ্কার করতে পারবেন।

প্রথমে এক মগ জলে সামান্য ডিটারজেন্ট যোগ করুন। এরপরে, একটা গোটা লেবুর রস যোগ করুন।

এবার এর মধ্যে এক প্যাকেট ইনো যোগ মিশিয়ে নিন। রঙিন কাপড়টি ভিজিয়ে রাখুন এই জলে।

কিছুক্ষণ পর কাপড়টি ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। 

দেখবেন রঙিন কাপড়টি থেকে হোলির রং উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে।