21 NOV, 2024

BY- Aajtak Bangla

দাঁতে যন্ত্রণায় কাহিল? এসব ঘরোয়া টোটকাতে আরাম পাবেন

মাঝে মাঝে কিছু যন্ত্রণা আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দাঁতে যন্ত্রণা ঠিক সেই রকমের।

ব্যবস্থা না নিলে দাঁতে যন্ত্রণা অসহ্য হয়ে দাঁড়ায়। তবে, বাড়িতেই কিছু ঘরোয়া টোটকা মেনে দাঁতে যন্ত্রণা কমানো যায়।

নুন ও গোলমরিচ জলে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে করেক মিনিট রাখুন। দেখবেন আরাম পাবেন।

রসুন থেঁতো করে নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। যন্ত্রণা কমে আরাম মিলবে।

আলু কেটে দাঁতে লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে।

লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। এছাড়াও আধ গ্লাস জলে লবঙ্গ তেল মিশিয়ে খেলেও উপকার পাবেন।

এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের উপর পেঁয়াজ রাখলেও আরাম পাবেন।

হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। দেখবেন ব্যথা কমে যাবে ঝটপট।

এক গ্লাস গরম জলে এক চা চামচ নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন। এতে যে কোনও ইনফেকশন সেরে যাবে।

দাঁতে যন্ত্রণা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন। খানিক পরেই আরাম পাবেন।

এসব ঘরোয়া টোটকা কাজ না করলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।