BY- Aajtak Bangla

রোদে পোড়া চামড়া চমকাবে, নামমাত্র খরচে বাড়িতে বসেই দূর করুন ট্যান

14 October, 2024

কাজে-কর্মে যাদের বাইরে বের হতে হয় তাদের রোদে ঘুরে ট্যান পড়বেই।

আর রোজ রোজ পার্লারে গিয়ে ট্যান তোলার মতো টাকাও নেই আপনার কাছে।

তবে ঘরে বসেই ট্যান তুলতে পারেন একেবারে নামমাত্র খরচে।

মাত্র কিছু ঘরোয়া উপাদানকে একসঙ্গে করলেই আপনার ট্যান তোলার মাস্ক তৈরি হয়ে যাবে।

আসুন তাহলে শিখে নিন ট্যান তোলার খুব সহজ একটি মাস্কের রেসিপি।

উপকরণ বেসন, দই, দুধ, চন্দন গুঁড়ো, লেবুর রস, হলুদ গুঁড়ো।

পদ্ধতি ডি ট্যান মাস্ক তৈরি করতে প্রথমে একটি পরিষ্কার বাটি নিন। এর মধ্যে বেসন দই ভালো করে মিশিয়ে নিন। এবার এতে লেবুর রস ও দুধ দিন, ভাল করে মেশান। পেস্ট তৈরি হয়ে গেলে সবশেষে এতে চন্দনের গুঁড়া এবং হলুদ মেশান।

তৈরি ডি-ট্যান মাস্কটি ট্যানড ত্বকে ভালোভাবে লাগান। ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।

শুকিয়ে গেলে এবার হাতের তালু দিয়ে স্ক্রাব করে তুলে ফেলুন এবং শেষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুবার এই মাস্কটি লাগালে ভালো ফল পেতে পারেন।