21 AUGUST 2024
BY- Aajtak Bangla
মুখের অবাঞ্ছিত লোম তুলতে দু' সপ্তাহ অন্তর অন্তর পার্লারে যেতে হয় বহু মহিলাকে।
তবে অফিস-বাড়ি সব একা হাতে সামলে এই সময় হয়ে ওঠে না অনেকেরই। তাছাড়া পার্লারে মুখের লোম তোলার পদ্ধতিও যথেষ্ট বেদনাদায়ক।
ওয়াক্সিং, থ্রেডিং ছাড়া তো উপায় নেই। এসব করতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
বেসন, কমলা লেবুর খোসার গুঁড়ো, লেবুর রস এবং গোলাপ জল নিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান।
ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর অল্প জল নিয়ে মুখে স্ক্রাব করুন।
সার্কুলার মোশনে মাসাজ করতে থাকুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। সপ্তাহে ২ দিন এই ফেসপ্যাক লাগালে দূর হবে মুখের লোম।
চিনি, গ্লিসারিন এবং লেবুর রস। এসব সামান্য কিছু উপকরণ দিয়েই মুখের লোম তুলতে পারবেন ঘরে বসেই।
প্রথমে একটি পাত্রে চিনি ও লেবুর রস নিয়ে তা গরম করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে তা নামিয়ে নিন। ইষদুষ্ণ অবস্থাতেই সেই পেস্টে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান।
২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, বেসন এবং কাঁচা দুধ নিন। তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন।
১৫-২০ মিনিট রেখে স্ক্রাব করুন মুখে। তারপর ইষদুষ্ণ জলে ধুয়ে নিন। তাতেই দূর হবে মুখের লোম। আর ঝলমল করবে আপনার ত্বক।