28 AUGUST, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় দুর্গন্ধ? এই ৫ টিপসেই সুগন্ধ ছড়াবে বাথরুমে
গোটা বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চায়? তবে ঘরের পাশাপাশি বাথরুমের যত্ন নেওয়াও খুব জরুরি
বাথরুম থেকে দুর্গন্ধ বের হয়। ভাল করে পরিষ্কার করার পরও সেই গন্ধ যেতে চায় না। এমন হলে কী করবেন?
বাথরুম ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলে দুর্গন্ধ বের করে। স্নানের পর ঠিকমতো বাথরুমে ভাল করে জল না দিলেও দুর্গন্ধ বের হতে থাকে।
বাথরুমে যদি হাওয়া চলাচলের মত জায়গা না থাকে, তখন দুর্গন্ধ হয়। তাই চেষ্টা করুন, বাথরুমে এক্সজশট ফ্যান বসানোর। পাখাও বসাতে পারেন।
নিয়মিত বাথরুম পরিষ্কার না রাখলে দুর্গন্ধ হবেই। বাথরুম ব্যবহারের পর অবশ্যই জল দিয়ে পরিষ্কার করুন এবং বাথরুমের জানলা-দরজা খুলে দিন।
এতে আলো-হাওয়া ঢুকবে এবং ভ্যাপসা গন্ধ কেটে যাবে। বাথরুমের ভিতর বেসিন থাকলে, সেটাও পরিষ্কার রাখুন।
অনেক সময় বেসিন ও নালার মুখে চুল ও ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই সেখানেও খেয়াল রাখুন।
বাথরুমে বাজারচলতি সুগন্ধী টাঙিয়ে রাখতে পারেন। অনেকেই এই কাজটা করে থাকেন। পাশাপাশি একটা বাটিতে কিছুটা বেকিং সোডা রাখলেও ভ্যাপসা গন্ধ কেটে যায়।
একটি পাত্রে কিছুটা এসেনশিয়াল অয়েল রেখে দিন। এসেনশিয়াল অয়েলের সুগন্ধ আপনার মনকে কেড়ে নেবে। তাছাড়া বাথরুমে এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিলেও ভ্যাপসা ও বোঁটকা গন্ধ কেটে যায়।
Related Stories
ভাগ্য বদলে দেয় পান পাতা, কীভাবে
বাজারে পেলেও কিনবেন না, বর্ষায় এড়িয়ে চলুন এই ৩ শাক-সবজি
চা খাওয়ার আদর্শ সময় কখন? না জানলে বিপদ
সাবধান! এই ৬ গাছ বাড়িতে থাকলে সাপ আসবেই