04 AUG, 2023
BY- Aajtak Bangla
শরীরের কোনও অংশে আঁচিল হলে ব্যথা বা জ্বালা হয় না, তবে চেহারা ক্ষতিগ্রস্ত হয়।
অনেক সময় ঘাড়ে বা হাতে আঁচিল হলে দেখতে ভালো লাগে না।
আঁচিল দূর করার জন্য বাজারে অনেক ওষুধ ও চিকিৎসা রয়েছে, কিন্তু আমরা এখানে আঁচিল দূর করার কিছু ঘরোয়া উপায় বলছি।
যা অবলম্বন করে আপনি আঁচিল থেকে মুক্তি পেতে পারেন।
আঁচিল দূর করতে পেঁয়াজের রস কার্যকর। পেঁয়াজ কুঁচি করে মসলিন কাপড় দিয়ে ছেঁকে এর রস আলাদা করে নিন। প্রতিদিন সকাল-সন্ধ্যা আঁচিলের উপর এই রস লাগান। এতে করে আঁচিল কয়েকদিন পর শুকিয়ে যায়।
আঁচিলের উপর ফ্লস বেঁধে কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসে। ফ্লস বেঁধে রাখলে রক্ত আঁচিলে পৌঁছায় না, ফলে তা শুকিয়ে যায় এবং কয়েক দিনের মধ্যে পড়ে যায়।
তেঁতুল পাতার রস বের করে প্রতিদিন আঁচিলে লাগান। এতে করে ত্বক নরম হয় এবং কিছুদিন পর আঁচিল পড়ে যায়। তেঁতুল পাতার অনেক উপকারিতা রয়েছে।
একটি আলু কেটে দিনে ৩ থেকে ৪ বার আঁচিলে ঘষুন। এতে করে আঁচিল আপনা আপনি শুকিয়ে যায়। আলু শুধু আঁচিল দূর করতেই উপকারী নয়, এর রস মুখে লাগালে দাগও দূর হয়।
তিসির বীজ পিষে তাতে মধু যোগ করুন এবং এই পেস্টটি আঁচিলের উপর লাগান। এতে করে আঁচিল বেরিয়ে আসে এবং কয়েক দিনের মধ্যে পড়ে যায়।