8 MAY, 2025
BY- Aajtak Bangla
ঘরদোর ভাল করে পরিষ্কার করলেও, পিঁপড়ে, মাছি আর আরশোলা থেকে মুক্তি পেতে বেগ পেতে হয়।
এই পোকামাকড় শুধু বাড়ি নোংরাই করে না, রোগ ছড়ানোতেও এক্সপার্ট! অনেকেই পোকা মারতে বাজারচলতি নানা ওষুধ ও স্প্রে ব্যবহার করেন!
এই সব রাসায়নিক পণ্যের হাজারটা সাইড এফেক্ট আছে। তার চেয়ে বরং ভরসা রাখুন ঘরোয়া প্রতিকারে!
ঘর মোছার জলে মিশিয়ে নিন ৫ টাকার ছোট্ট এই জিনিস, বাড়ির চৌহদ্দিতে ঘেঁষবে না মাছি, পিঁপড়ে, আরশোলা!
ফিটকিরিও একটি প্রাকৃতিক খনিজ, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বেশিষ্ট্য এবং পোকা তাড়ানোর গুণ আছে। বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখে।
লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা ছোট পোকামাকড়কে দূরে রাখে। লেবুর তীব্র গন্ধ সহ্য করতে পারে না পিঁপড়ে, মাছি ও তেলাপোকা।
ঘর মোছার জলে একসঙ্গে ফিটকিরি ও লেবু মিশিয়ে নেওয়া হয়,তখন এটি একটি শক্তিশালী প্রাকৃতিক 'ইনসেক্ট রিপেল্যান্ট' হিসেবে কাজ করে।
একটি বালতিতে জল নিয়ে ৫ টাকার ফিটকিরি ভালভাবে গুলে নিন। একটি লেবু কেটে রস বার করে জলে মেশান। লেবুর খোসাও জলে দিতে পারেন, এতে ঘরে সুগন্ধ ছড়াবে।