19 August, 2023
BY- Aajtak Bangla
বিছের মতো বিষাক্ত প্রাণী দেখে সবাই ভয় পায়।
কিন্তু দুর্ভাগ্যবশত যদি বিছে কামডা়য়, তাহলে অসহ্য যন্ত্রণা হয়।
তাহলে জেনে নিন কোন ঘরোয়া প্রতিকারে বিছে কামড়ালে সঙ্গে সঙ্গে বিষ এবং ব্যথা কমানো যায়।
তেঁতুল স্বাদে খুব টক। এটি খাবারে দিলে স্বাদ বাড়ে।
এটি স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। কিন্তু জানেন কি এটি বিছের কামড়ে বিষও দূর করতে পারে?
বিছের কামড়ালে সেই স্থানে ব্যথা হয়। এর হুলে বিষ আছে।
বিষ দূর করতে তেঁতুলের বীজ লাগাতে পারেন। এর বীজ একটি পাথরে ঘষুন যতক্ষণ না ভিতর থেকে সাদা অংশ বেরিয়ে আসে।
এই সাদা পদার্থটি কামড়ানো স্থানে লাগালে বিষ দূর হয়।