BY- Aajtak Bangla
8 December, 2025
ঘরের দেওয়ালে সব সময়ই দেখা পাওয়া যায় টিকটিকির।
অনেকেই এই সরীসৃপ প্রাণীটিকে ভয় পান। গরমের সময় ঘরের দেওয়ালে, লাইটের নীচে এই টিকটিকি দেখতে পাওয়া যায়।
রান্নাঘরে টিকটিকি ঢুকে আসলে তা খাবারে পড়লে, সেটা বিষাক্ত হয়ে যায়।
তাই আসুন জেনে নিন টিকটিকি তাড়ানোর ঘরোয়া প্রতিকার।
টিকটিকি তাড়ানোর জন্য দেওয়ালে ন্যাপথলিন জল দেওয়ালে স্প্রে করতে পারেন।
পুরো ঘরে এই স্প্রে ছিটিয়ে দিলে টিকটিকি আর আসবে না ঘরে।
এটা ছাড়াও বাড়ির যেখানে যেখানে টিকটিকি আসে, সেখানে সেখানে ডিমের খোসা রেখে যেতে পারেন।
ডিমের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না, ডিমের খোসার গন্ধে টিকটিকি পালিয়ে যাবে।
গোলমরিচের গুঁড়ো জলে স্প্রে করলে দেওয়ালে ছেঁটালে টিকটিকি পালিয়ে যেতে পারে।