18 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
প্রায় প্রতিটি বাড়িতেই ইঁদুরের উৎপাত সাধারণ সমস্যা। কখনও কখনও তো আলমারিতে রাখা জামাকাপড় পর্যন্ত কেটে দেয় তারা।
খাবার দাবারও নষ্ট করে দিতে পারে। শুধু তা-ই নয়, ইঁদুর থেকে ছড়াতে পারে প্লেগের মতো বিপজ্জনক রোগও।
ইঁদুরের উৎপাত থেকে নিষ্কৃতি পেতে নানা উপায় অবলম্বন করে মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই হয় রাসায়নিক ব্যবহার করেন।
তবে তা ইঁদুরকে সমূলে উৎপাটন করতে অক্ষম। তবে যাঁরা ইঁদুরের উৎপাতে জেরবার, তাঁদের আর দামি রাসায়নিকের কোনও প্রয়োজন হবে না।
এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে রয়েছে ছোট্ট একটি উপাদানের মধ্যেই। আর সেটি হল কর্পূর।
কারণ এর গন্ধ খুবই তীব্র এবং ঝাঁঝালো। আর ইঁদুররা এই গন্ধ একেবারে সহ্য করতে পারে না।
এজন্য সবার আগে জলের মধ্যে কর্পূর মেশাতে হবে। এক বালতি জলে ৪-৫ টুকরো কর্পূর মেশানো সম্ভব। এবার এই জল দিয়ে গোটা বাড়িটা মুছতে হবে।
বিশেষ করে যেসব স্থানে ইঁদুরের উৎপাত বেশি, সেই সব জায়গায় বেশি করে ওই জল দিয়ে মুছতে হবে।
রান্নাঘর, স্টোর রুম থেকে শুরু করে দরজার আশপাশে কর্পূর জল দিয়ে মোছা উচিত।
এর সঙ্গে মিন্ট অয়েল যোগ করা যেতে পারে। বাড়ির ঘরগুলি কর্পূর দিয়ে মুছলে এর গন্ধ ছড়িয়ে পড়ে। যা ইঁদুরের নাকে গিয়ে লাগে।