19 June, 2024
BY- Aajtak Bangla
কাটা ও আঘাত পাওয়া খুবই সাধারণ ব্যাপার। কিন্তু রক্তপাত বন্ধ কীভাবে করবেন?
ডাক্তারের কাছে যেতে সময় লাগে। কী করলে তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হবে।
ডাক্তাররা বলছেন, ঘরোয়া উপায়েই হাতের কাছের জিনিস দিয়ে রক্তপাত বন্ধ করা সম্ভব।
পেট্রোলিয়াম জেলি- রক্তপাতের জায়গায় পেট্রোলিয়াম জেলি দিন। তারপর পট্টি বেঁধে দিন। দ্রুত রক্ত জমাট বাঁধবে।
অ্যালোভেরা জেল- এটি অ্যান্টিসেপটিক। দ্রুত ক্ষত নিরাময় করে। যেখানে আঘাত ও রক্তপাত হয়, সেই স্থানে অ্যালোভেরা জেল লাগান। রক্তপাত বন্ধ হবে।
টি ব্যাগ- ক্ষতস্থানে গ্রিন টির ব্যাগ মুড়িয়ে দিন। রক্ত পড়া বন্ধ হবে। ব্যথা হয় না।
মাড়িতে রক্তপাতের জন্য প্রতিষেধক গ্রিন টি ব্যাগ। দাঁত তোলার পর বা রক্তক্ষরণ হলে দিন। ব্যথাও চলে যাবে।
চাপ- রক্তপাতের জায়গায় একটি পরিষ্কার কাপড় রাখুন। উভয় হাত চেপে ধরুন। রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত চাপ বজায় রাখুন। ৫ মিনিট পর রক্তপাত বন্ধ হয়ে যাবে।
ঊর্ধ্বমুখী- আহত অংশটিকে উপরের দিকে তুলে রাখুন। হাতে বা পায়ে চোট লাগলে উপরে তুলে দিন। বালিশ ব্যবহার করতে পারেন।
বরফ- কোথাও ফুলে গেলে বরফ লাগান। সঙ্গে সঙ্গে কমবে ফোলাভাব।