BY- Aajtak Bangla
10th March, 2025
খেলব হোলি রং দেব না তাই কখনও হয়? সত্যিই তো দেল খেলবেন আর রং মাখবেন না কী করে হয়।
কিন্তু আবিরের পাশাপাশি অনেকেই পাকা রং দিয়ে দেন, আর যেটা উঠতে জান কয়লা হয়ে যায়।
তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে পাকা রং উঠতে বাধ্য।
জেনে নিন তাহলে সেই উপায়গুলি কী কী।
রং খেলার আগে শরীরে ও মুখে ভাল করে নারকেল তেল মেখে নিন। এরপর রং খেলুন। এতে আপনার শরীরে কোনও রং বসবে না, সহজে উঠে যাবে।
নারকেল তেল না থাকলে সর্ষের তেলও মাখতে পারেন শরীর ও মুখে। এতেও দোলের কোনও রঙই বসে না শরীরে।
সামান্য আটা ও তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। সেটাকে কিছুক্ষণ রেখে মুখে মেখে ফেলুন। এরপর হাত দিয়ে সামান্য মাসাজ করুন। এরপরে ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
বাড়িতে মুলতানি মাটি থাকলে তাও ব্যবহার করতে পারেন। এটা রংকে শুকিয়ে দিতে সাহায্য করবে, যা ধুলে সহজেই উঠে যাবে। রেন।
ভেষজ ন্যাচারাল ব্লিচিং হল পাতি লেবুর রস। রং মাখানো মুখে অন্তত ১৫ মিনিট পাতি লেবুর রস লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারবেন। রেন।