BY- Aajtak Bangla

মৌমাছি- বোলতার হুলের বিষ কাটবে এই ঘরোয়া টোটকায়! চটপট দেখে দিন  

20 JUNE, 2024

মৌমাছি বা বোলতার হুলের খোঁচা খেলে, ব্যথা অনুভূত হয়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। 

অনেকের এই হুলে অ্যালার্জি পর্যন্ত হতে পারে। জানুন, মৌমাছি বা বোলতা কামড়ালে কী করবেন। 

হুল ফোটানোর পর সেই স্থানে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। সেই স্থানে বরফ ঘষুন বেশি করে। 

কিছুক্ষণ ঠান্ডা শেঁক দেওয়ার পর, অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।

মৌমাছি কামড়ালে তুলসি পাতার রস, ইউক্যালিপটাস তেল, অ্যালোভেরা জেল লাগালে স্বস্তি পাবেন।  

চন্দন ও হলুদ গুড়ো মৌমাছি, বোলতার কামড়ের ক্ষেত্রে কার্যকরী উপায়। 

হুল ফোটানোর কারণে অনেকের মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, পেটে তীব্র ব্যথা হয়। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

বোলতা কামড়ালে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিলে জ্বালা কমে যায়। 

মৌমাছি কামড়ালে সেই স্থানে মধু লাগান। মধুতে উপস্থিত অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কমায়।