BY- Aajtak Bangla
23 JANUARY, 2025
বিয়ের পর নব দম্পতিরা বেড়াতে যায়। তাদের এই একা সময় কাটানোকে বলা হয় মধুচন্দ্রিমা বা হানিমুন।
কখনও ভেবে দেখেছেন কেন এই বিশেষ সময়কে হানিমুন বলা হয়? এর পেছনে রয়েছে একটি মজার গল্প।
আসলে পাঁচ শতকের ইউরোপে, বিবাহিত দম্পতিরা তাদের 'হানিমুন'কে পূর্ণিমার রাত পর্যন্ত স্থায়ী বলে মনে করত।
এই শব্দটি প্রাচীন ব্যাবিলন এবং রোমে উদ্ভূত বলে বলা হয়, যেখানে কনের বাবা বরকে মধু এবং সামান্য অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করতেন।
অতএব, 'মধুচন্দ্রিমা' বা 'হানিমুন' শব্দটি মধু ও চাঁদের সঙ্গে অর্থাৎ পূর্ণিমার রাতের সঙ্গে যুক্ত।
একটি তত্ত্বও রয়েছে যে এটি ইংরেজি শব্দ 'Hony Moone' থেকে উদ্ভূত হয়েছে। এখানে 'Hony' শব্দের অর্থ হল সদ্য বিবাহিত মহিলার মাধুর্য ও সুখ।
বিয়ের পরের সুখও মধুর সঙ্গে যুক্ত হয়ে হানিমুন হয়ে গেল।
অনেকে ভাবেন বিয়ের পরে এই ঘুরতে যাওয়াকে হানিমুন বলে।
আসলে বিয়ের পরে শুধু ভ্রমণ নয়, বিয়ের পর কয়েকদিন কাটানো বিশেষ সময়কে হানিমুন বলা হয়।