12 March, 2025

BY- Aajtak Bangla

কম বয়সেই ভারসাম্য হারাচ্ছে হরমোন, বুঝুন এই ৬ লক্ষণেই

শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে রোগবালাই বাড়ে। কোলেস্টেরল, ওজন বেড়ে যায়। ক্লান্তি আসে। তাই সাবধান।

কী কী দেখে বুঝবেন আপনার শরীরে হরমোনের ভারসাম্য হচ্ছে, আর কীভাবেই বা মুক্তি পাবেন-

মেজাজ পরিবর্তন- খিটখিটে মেজাজ। এই আনন্দ তো এই বিষাদ। বিরক্তি থাকে। মনোযোগ থাকে না কাজে।

অনিদ্রা- ঘুম আসে না। অথচ ঝিমুনিভাব ও ক্লান্তি দিনভর। হৃদস্পন্দন ধীর, ক্লান্তি, অতিরিক্ত ঘাম দেখা দেয়।

দুর্বল স্মৃতিশক্তি- কিছুই মনে থাকছে না। ছোটখাট বিষয়ও ভুলে যাচ্ছেন। উদ্বেগ ও বিষন্নতা ঘিরে ধরে।

ওজন- হঠাৎ ওজন বাড়ছে। শরীরে জমে মেদ। হরমোনের ভারসাম্য হারাচ্ছে। ওজন কমেও যেতে পারে হঠাৎ। 

মাথাব্যথা-সারাক্ষণ মাথাব্যথা। মাথা ঝিমঝিম করছে। হরমোনের ভারসাম্যহীনতার জের।  

হজমের সমস্যা- ঘনঘন বদহজম হলে বুঝবেন হরমোনের সমস্যা।

কীভাবে নিরাময়?  প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমোন। রোজ আধ ঘণ্টা শরীরচর্চা করুন।

সবুজ শাক-সবজি রাখুন পাতে। ডিম, মাছ-মাংস খান। চিনি খাওয়া কমান।