12 June, 2024
BY- Aajtak Bangla
সময়ের নিয়মে বয়স বাড়ে। কিন্তু সবাই চান বয়স ধরে রাখতে। কেউ কেউ পারেন আবার কেউ কেউ পারেন না।
তবে বেশ কিছু উপায় অবলম্বন করলে বয়স ধরে রাখতে পারবেন। ৬০ বছর বয়সেও থাকবে যৌবন।
যৌবন ধরে রাখার অন্যতম শর্ত হল মাথার চুল। অনেকের অকালে চুল পড়ে যায়। টাক বেরিয়ে আসে।
তবে নারকেল তেলে রয়েছে এমন কিছু গুণ যা চুল পড়তে দেয় না। বরং টাক পড়লে সেখানে চুল গজাতে সাহায্য করে।
সেজন্য নারকেল তেল হাল্কা গরম করে তা হাতের তালুতে নিয়ে তা দিয়ে মাথায় ম্যাসাজ করুন।
যদি আপনার চুল ঝড়ার প্রবণতা থাকে তাহলে আর চুল পড়বে না। বরং চুল গজাবে।
সপ্তাহে তিনদিন নারকেল তেল হাল্কা গরম করে মাথায় ম্যাসাজ করতে পারেন। তাহলে সুফল পাবেন দ্রুত।
আবার চুল পড়ার সমস্যা মেটাতে পেঁয়াজের রস খুব ভালো। ছোটো বা ছাঁচি পেঁয়াজের রস এক্ষেত্রে খুব উপকারী।