18 May, 2024
BY- Aajtak Bangla
গরম জিনিস খেতে গিয়ে জিভ পুড়ে গিয়েছে? চটজলদি আরাম মিলবে, গোপন ট্রিকসে
আনমনে কিংবা তাড়াহুড়ো করে গরম পানীয় বা খাবার খেতে গেলে অনেক সময় জিভ পুড়ে যায়।
জিভ পুড়ে যাওয়া খুব বেদনাদায়ক হতে পারে। জিভ পুড়ে গেলে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হল কোনও খাবারেরই তেমন স্বাদ পাওয়া যায় না।
অনেক সময় মুখের ভিতরটা এই কারণে শুকিয়েও যেতে থাকে। তখন সব কিছু খাবারই বিচ্ছিরি লাগে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন।
পোড়া জিহ্বার তাৎক্ষণিক জ্বালাপোড়া ভাব কমাতে কী করবেন আসুন জেনে রাখি, কাজে লাগবে।
জিভ পুড়ে গেলে একটু গুঁড়ো দুধ আর চিনি জিভের পোড়া অংশে লাগিয়ে রেখে দিন। এতে দ্রুত জ্বালাভাব কমবে।
ফ্রিজে বরফ থাকেই। বরফের টুকরো একটু ভেঙে নিয়ে ছোট ছোট বরফকুচি জিভের পোড়া অংশে আলতো করে ছড়িয়ে দিন।
ঘরে টকদই থাকলে জিভের জ্বালাভাব কমাতে ব্যবহার করতে পারেন। জিভের পোড়া জায়গায় আলতো করে টকদই লাগান। জিভ জ্বালা থেকে আরাম মিলবে।
যে কোনও পোড়া জায়গায় প্রদাহ কমাতে মধু ব্যবহার করতে পারেন। জিভ পুড়ে গেলেও মধু লাগাতে পারেন।
Related Stories
কচুরিকে 'ক্লাব কচুরি' কেন বলা হয়? জানুন আসল রহস্য
নাভিতে করুন এই কাজ, টাকে হবে চুলের বাগান
ওয়াইনের এক্সপায়ারি ডেট হয়? বোতল খোলার কতদিনের মধ্যে খাওয়া নিয়ম
কেরিয়ার নিয়ে হতাশা-অবসাদ? মেনে চলুন স্বামী বিবেকানন্দর এই ৭ উপদেশ