19 February, 2024
BY- Aajtak Bangla
চুল পড়া একটা বড় সমস্যা। মহিলা হোক বা পুরুষ, সকলেই কম বেশি এই সমস্যায় ভোগেন।
নামি-দামি দামি শ্য়াম্পু ব্য়বহার করলেও কোনও কাজ হয় না। তবে সঠিক জল ব্য়বহার করতে জানতে হবে।
রোজ কাজের জন্য়ে প্রায় সকলকেই বাইরে রেরোতে হয়। এর ফলে চুল তাড়াতাড়ি রুক্ষ-শুষ্ক হয়ে যায়।
তবে শ্য়াম্পু অন্তত তিন দিন অন্তর করতেই হয়। কী করলে চুলের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বজায় থাকবে? জেনে নিন।
শ্য়ম্পু করার সময় গরম জল ব্য়াবহার করা যাবে না। বিশেষজ্ঞদের মতে গরম জল চুলের মারাত্মক ক্ষতি করে।
গরম জল চুলের গোড়া নষ্ট করে এবং চুল খসখসে করে তোলে। চুলের গোড়া আলগা হয়।
শ্য়াম্পু করার উপযোগী হলো ঠান্ডা জল। তবে অনেকের আবার ঠান্ডা জলে শ্য়াম্পু করলে মাথা ব্য়াথা হয় অথবা ঠান্ডা লেগে যায়।
সে ক্ষেত্রে ঠান্ডা এবং গরম জল মিশিয়ে শ্য়ম্পু করতে পারেন।
শুধু গরম জল নয়,ভিজে চুল বেঁধে রাখলে এবং ঠিক মতন যত্ন না নিলেও চুল নষ্ট হয়।