BY- Aajtak Bangla

গর্ভবতী মহিলারা খান নরম-গরম রসগোল্লা, খোদ ডাক্তারের টিপস

7th August, 2024

রসগোল্লার প্রতি মিষ্টিপ্রেমীদের ভালোবাসা চিরন্তন। একভাড় রসগোল্লা নিমিষে শেষ হয়ে যায়।

রসগোল্লা যদি গরম হয় তাহলে তার স্বাদ বেড়ে যায় আরও।

এই গরম রসগোল্লার উপকারিতাও অনেক। যাঁদের সুগারের সমস্যা নেই তাঁরা অনায়াসে এই গরম রসগোল্লা খেতে পারেন।

গরম রসগোল্লা খেলে গাঁট ও বাতের ব্যথা নিমেষে কমে। হাড় শক্ত ও সুস্থ রাখতে রসগোল্লার জুড়ি মেলা ভার।

গরম রসগোল্লা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাশয়ের সমস্যা নিয়মিত গরম রসগোল্লা খেলে তা দ্রুত কমবে।

কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা প্রতিরোধে কাজ করে রসগোল্লা। নিয়মিত রসগোল্লা খেলে এই উপকার পাবেন।

প্রেগন্যান্ট মহিলাদের অনেক সময়ই চিকিৎসকেরা গরম রসগোল্লা খেতে বলেন।

চিকিৎসকদের মতে, এই গরম রসগোল্লা খেলে শিশুর স্বাস্থ্য ভাল থাকে।

তাই যে মহিলাদের সুগারের সমস্যা নেই তাঁরা এই গরম রসগোল্লা অনায়াসেই খেতে পারেন।

তবে রোজ না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।