7 April, 2025

BY- Aajtak Bangla

স্বপ্নে ভূতুড়ে বাড়ি বা বিল্ডিং দেখেছেন, এর অর্থ জানেন? 

স্বপ্ন নানা রকমের হয়। কেউ স্বপ্নে বিশ্বাস করেন, কেউ করেন না। তবে নানা স্বপ্নের নানা ইঙ্গিত থাকে।

কোনও কোনও স্বপ্নের ইঙ্গিত শুভ হয় আবার কোনওটার অশুভ। সেজন্য স্বপ্নকে আস্বীকার করতে নেই। মাঝে মাঝে মানতে হয় বৈকি। 

যদি আপনি স্বপ্নে বাড়ি না কোনও ইমারত দেখেন তাহলে তার অর্থ শুভ। এর অর্থ হল আপনার ক্যারিয়ারে দ্রুত উন্নতি হবে। 

স্বপ্নে বাড়ি দেখার আর এক ইঙ্গিত হল আপনার টাকা পয়সা আসবে। টাকা জমাতে পারবেন।

নতুন বাড়ি কেনার স্বপ্ন দেখলে জানবেন আপনার সত্যিই নিজের বাড়ি কেনার যোগ রয়েছে। খুব দ্রুত তা বাস্তবায়িত পূরণ হতে চলেছে।

যদি আপনার স্বপ্নের মধ্যে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা প্রাসাদ দেখেন , তাহলে তার অর্থ হল ভবিষ্যতে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে।

ভূতুড়ে বাড়ির স্বপ্ন দেখলে বাস্তবিক জীবনে সাবধান হয়ে যান। আপনার পরিবারে ক্ষতি নেমে আসতে পারে। 

পুরোনো প্রাসাদ বা রাজপ্রসাদে ভূত আনাগোনা করছে দেখলে এর অর্থ হল আপনার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। 

যদি স্বপ্নের মধ্যে পুরনো বাড়িতে বাস করছেন, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল কাছের বা প্রিয়জনের সঙ্গে দেখা করার একটি শুভ সুযোগ পাবেন।