12 NOV, 2024

BY- Aajtak Bangla

সন্তান হবে বড় মনের মানুষ, বাবা-মায়েরা যদি শেখান এই ২ কথা  

সন্তানকে বড় মনের মানুষ প্রত্যেক বাবা-মা করতে চান। যেন সন্তান ভালো মানুষ হয় এই বাসনা থাকে সবার। 

তবে সব বাবা-মায়ের সেই ইচ্ছে পূরণ হয় না। তার কারণ তাঁরা গাইড করতে পারেন না। 

সন্তানকে বড় মনের মানুষ করতে কয়েকটা নীতিশিক্ষা দিতে হবে ছোটো থেকে। তাহলেই হবে। 

এই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গৌর গোপাল দাস। তাঁর মতে,  ছোটো থেকে কয়েকটা কথা শিশুর মনে গেঁথে দিলে সে ভালো মানুষ হবে।

 গৌর গোপাল দাসের মতে, শিশুদের সব দাবী পূরণ করতে নেই। যা চাইবে তাই যদি একজন শিশু পেয়ে যায় তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে না। 

গৌর গোপাল দাসের মতে, শিশুকে শেখানো উচিত সে কী ধরনের কথা বলবে। সে যাতে খারাপ কথা না বলে সেদিকে নজর দেওয়া দরকার বাবা-মায়ের। 

যা কিছু আছে তাই নিয়েই খুশি থাকা শেখানো উচিত বাবা মায়ের। তাহলে শিশুর মধ্যে ছোটো থেকে পরিমিতি বোধ গড়ে ওঠে। 

বাবা-মায়ের কখনও নিজের শিশুর সঙ্গে অন্যদের তুলনা করা উচিত নয়। তাতে শিশুর মনে খারাপ প্রভাব পড়ে। 

সুখ-দু:খ জীবনের অঙ্গ। সুখ আসবে যাবে, এটাও একজন শিশুকে ছোটো থেকে শেখানো উচিত। তাহলে সে জীবনে শান্তি পাবে।