28 December, 2023

BY- Aajtak Bangla

মা-বাবার এই ৫ ভুলেই ছেলে হয়ে ওঠে দাম্ভিক ও উদ্ধত আলফা মেল

পিতামাতার উপর নির্ভর করে যে সন্তান কীভাবে বড় হবে। ছেলে হোক বা মেয়ে দরকার সঠিক অভিভাবকত্ব।

ছেলেদের ক্ষেত্রে মা-বাবা আরও বেশি মনোযোগ দেন না। সে আলফা মেল হয়ে ওঠে। জেনে নিন কী করবেন?

কাঁদা- ছেলেদের মা-বাবা বলে, পুরুষ কাঁদে না। এতে শিশুমনে গভীর প্রভাব ফেলে। সে স্বাভাবিক প্রবৃত্তি হারায়। 

উপহাস- ছেলেদের যা ইচ্ছা বলে দেন মা-বাবা। কটূক্তিও করেন। সে ভাবে এটাই ঠিক। তাকে নিয়ে উপহাস করবেন না।  

দোষারোপ- কিছু হলেই ছেলেকে দোষারোপ করেন মা-বাবা। যা তাদের আত্মবিশ্বাসে আঘাত দেয়। 

তুলনা নয়- সন্তানকে কখনও অন্য কারও সঙ্গে তুলনা করবেন না। এতে তার মনে ঘৃণা তৈরি হয়। 

মাকে অপমান- ছেলের সামনে স্ত্রীকে বকাবকি বা আঘাত করবেন না। সে ভাবে মেয়েদের মারাই স্বাভাবিক। 

ক্ষমার গুণ- ছেলেকে ক্ষমা করার গুণ দিন। কোনও বিষয় ঘটলে তাকে শেখান ক্ষমা করে দিতে। প্রতিহিংসা তৈরি করবেন না।

ছেলেমেয়ের বিভেদ- ছোট থেকে ছেলের মধ্যে মেয়েদের সম্পর্কে ঘৃণা বা মেয়েরা দুর্বল এমন কথা বলবেন না। লিঙ্গ সাম্য শেখান। 

সুশিক্ষা- ছেলেকে রামকৃষ্ণ কথামৃত পড়ান। রোজ অন্তত একপাতাও। সে ঠিক-ভুল বুঝতে শিখবে।