05 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

নাক নেই, তবে কোথা দিয়ে গন্ধ পায় সাপ? জানলে অবাক হবেন

সাপে ভয় কার না নেই। গ্রীষ্ম-বর্ষায় বাড়ে সাপের উপদ্রব। ভারতে বহু প্রজাতির সাপ আছে। 

সাপের ছোবলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই সকলেই সাপের ভয়ে কার্বলিক অ্যাসিড, সালফার পাউডার ব্যবহার করেন।

কিন্তু সাপের তো নাক নেই, তবে সাপ গন্ধ পায় কোথা থেকে? 

সাপের নাকে ছিদ্র আছে। তবে সাপ নাক দিয়ে গন্ধ পায় না। সাপের ঘ্রাণশক্তি খুব দুর্বল।

সাপ গন্ধ পায় তাদের জিভ দিয়ে। জানতেন না তো? ঠিক এই কারণেই সাপ বার বার জিভ বার করে।

সাপের জিভের জ্যাকবসনস অর্গ্যান। এরা জিভ বার করার সঙ্গে সঙ্গে পরিবেশ থেকে রাসায়নিক সংগ্রহ করে। 

এর পরে এরা জিভ ভিতরে ঢোকালে তখন জ্যাকবসনস অর্গ্যানের সাহায্যে গন্ধ পায়। 

যার ফলে নিজেদের শিকার খুঁজে বের করে সাপ। সাপের নাক থাকে শুধু শ্বাস নেওয়ার জন্য। গন্ধের জন্য নয়।