13 September 2024
BY- Aajtak Bangla
পাখির কোনো বাহ্যিক কান নেই। অর্থাৎ আমাদের মতো তার মাথার দু'পাশে কান দেখা যায় না।
তাহলে পাখি শোনে কীভাবে?
আসলে পাখির কান তাদের মাথার দুই পাশে থাকে। বাইরে থেকে দেখা যায় না।
চোখের ঠিক পিছনে, পালকের নিচে কান লুকানো থাকে।
কানের বাইরের অংশ না থাকলেও তারা ভালো শুনতে পারে।
কানের ওপরে বিশেষ পালক থাকে, যা কানকে ঢেকে রাখে। এই পালক তাদের কানকে রক্ষা করে।
পাখি শব্দের দিক এবং উচ্চতা বুঝতে পারে।
কিছু পাখির শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। উদাহরণ চাই?
পেঁচা পাখি শ্রবণ ক্ষমতায় সেরা।