BY- Aajtak Bangla

বাইকের স্ক্র্যাচ-দাগ নিমেষে দূর করা যাবে বাড়িতেই, লাগবে মোম-মাজন 

24 May  2024

বাইক বা চারচাকা গাড়ি এখন কমবেশি সব বাড়িতেই থাকে। সেই বাইক বা চারচাকাতে যখন কোনওরকম দাগ বা স্ক্র্যাচ পড়ে তা তুলতে খুব কষ্ট হয়। 

তখন গাড়ি নিয়ে ছুটতে হয় সার্ভিসিং সেন্টারে। খরচও পড়ে অনেকটা। কিন্তু জানেন কি যে, বাইক বা গাড়ির স্ক্র্যাচ বা দাগ খুব সহজেই দূর করা যায় বাড়িতেই।

মোম হল স্ক্র্যাচ তোলার জন্য সবথেকে উপকারী। যদি গাড়ি বা বাইকের কোথাও স্ক্র্যাচ পড়ে তাহলে মোম ব্যবহার করুন। 

গাড়ি বা বাইকের ক্ষতিগ্রস্ত স্থানে মোম লাগান, তারপর তুলোর সাহায্যে মোম ঘষে নিন। ২ থেকে ৩ মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মোম তুলুন। দেখবেন স্ক্র্যাচ ঝকঝক করবে। 

মাজন দিয়েও গাড়ি বা বাইকের হেডলাইটের দাগ-ছোপ পরিষ্কার করা যায়।. .

যেখানে স্ক্র্যাচ পড়েছে সেখানে মাজন লাগিয়ে রাখুন। কয়েক মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছুন। তাহলেই হবে।  . .

গাড়ি বা বাইকের হেডলাইট পরিষ্কার করার জন্য দারুণ কাজে দেয় রাবার। এই রাবার দিয়ে গাড়ির স্ক্র্যাচ বা দাগের জায়গাতে ঘষুন। দেখবেন দাগ উঠে যাবে।

এছাড়াও লেন্স ক্লিনার বা মিরর ক্লিনার দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন গাড়ির হেডলাইট। 

খুব সস্তায় যে কোনও দোকানে এই ক্লিনার পাওয়া যায়। ব্যবহার করাও খুব সহজ।