17 September, 2024

BY- Aajtak Bangla

ছেলেদের এই একটা জিনিস দেখেই বিয়ে করুন, মেয়েদের টিপস বিকাশের

ডক্টর বিকাশ দৃষ্টি আইএএসের প্রতিষ্ঠাতা। ১৯৯৭ ব্যাচের আইএএস কোচিংয়ে শুধুমাত্র UPSC-এর জন্যই নয়, জীবনের কথাও বলেন।

বিকাশ বলেন,বিয়ের আগেই ছেলেদের ভাবনা জেনে নিতে হবে। যাতে বিয়ের পর কোনও ঝামেলা না হয়।

বিকাশ মেয়েদের বলছেন, একটা প্রশ্ন পার্টনারকে করুন, শেষবার সে কবে কেঁদেছিল? 

যদি সে বলে যে তাঁর মনে নেই, তাহলে সে যে পদেই থাকুক না কেন তাঁকে বিয়ে করবেন না।

যে সব ছেলেদের আবেগ নেই তাঁরা পরিবার চালাতে পারেন না।

যে ব্যক্তি গত বহু বছর ধরে কাঁদেনি, তার ভিতরে আবেগ নেই। সে পাথর হয়ে যায়।

যাঁরা সহজে কাঁদে তাঁরা খুব আবেগপ্রবণ হয়। এই ধরনের লোকেরা জীবনকে গভীরভাবে দেখে। কখনও অন্যকে আঘাত করে না।

আবেগপ্রবণ হলে মেজাজ হালকা হয়। অশ্রুতে অক্সিটোসিন এবং এন্ডোরফিন রাসায়নিক থাকে, যা শারীরিক ও মানসিক ব্যথা কমায়।

কান্না একজন মানুষকে মানসিকভাবে সুস্থ ও শক্তিশালী করে। তাই ছেলেরা কাঁদে না, এটা ভুল। 

কোনও ছেলে আঘাত পেয়েও কাঁদলে তাকে বলা হয় কাপুরুষ। কান্না দুর্বলতার লক্ষণ। তাঁরা অন্যের কষ্ট বুঝতে অক্ষম হয়।