BY- Aajtak Bangla
2 September 2024
সম্মান সবার কাছে দামি। তবে সেই সম্মান কেউ বাঁচাতে পারেন, কেউ পারেন না।
সবাই ইচ্ছেকৃত যে সম্মান খুইয়ে ফেলেন এমনটা কিন্তু নয়। বেশ কয়েকটা ভুল নিজের অজান্তে হয়ে যায়।
আর একবার কোথাও বা কারও কাছে সম্মান হারালে তা ফিরে পাওয়া কঠিন হয়। কারণ সম্মান হারালে তার প্রভাব সুদূরপ্রসারী।
কী কী কারণে সম্মান হারায়? কোথাও বিনা নিমন্ত্রণে গেলে সম্মান হারায়। তাই নিমন্ত্রণ না পেলে যাওয়া উচিত নয়। ।
সবকিছু নিয়ে হাসিঠাট্টা করবেন না। এতে সম্মানের হানি হয়। মনে রাখবেন আপনি জোকার নন। . .
কথা সব সময় বেশি শুনবেন, বলবেন কম। যেখানে যতটা প্রয়োজন, সেটুকুই কথা বলুন। . .
কখনও কারও উচ্চতা বা ওজন নিয়ে মশকরা করবেন না। হাসবেন না। এতে আপনারই ব্যক্তিত্বের দিকটি সবার সামনে চলে আসবে। . .
যখনই কারও সঙ্গে কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলুন। না হলে আপনার হিনমন্যতা প্রকাশ পাবে।