BY- Aajtak Bangla
27 May, 2024
প্রেমে পড়া সুন্দর একটি অনুভূতি। এ সময় সব কিছু ভাল লাগে।
প্রেমে পড়লে যে অনুভুতিটা শরীরে হয় তা বলে বোঝানো মুশকিল। কারণ যার প্রেমে পড়েছেন সারাক্ষণ তাঁর চিন্তাতেই তো মগ্ন।
কিন্তু কী করে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন? জানুন এই লক্ষণে।
প্রেমে পড়ার সবচেয়ে বড় লক্ষণ হল আপনি সব সময় সেই বিশেষ ব্যক্তির সম্পর্কে চিন্তা করেন। বাড়ি হোক বা অফিস সবসময়ই তাঁর কথাই ভাবছেন।
বিশেষ ওই ব্যক্তির জন্য সময় বের করতে আপনি দুবার ভাববেন না। যে কোনও কাজই থাক না কেন সব বাদ দিয়ে তাঁকেই সময় দেবেন।
এক তীব্র আকর্ষণ এই সময় অনুভব করেন আপনি। তাঁর সব কিছুই আপনাকে আকর্ষণ করে। বন্ধুদের কাছে তাঁকে নিয়ে কথা বলার জন্য ছটফট করেন।
আপনার যদি পছন্দের সেই ব্যক্তির সামনে গেলেই বুকের মধ্যে উথাল পাথাল করতে থাকে তাহলে বুঝবেন আপনি তাঁর প্রেমে পরেছেন।
প্রেমে পড়ার সবচেয়ে বড় লক্ষণ হল হিংসে। তাঁকে অন্য কারোর সঙ্গে কথা বলতে দেখলে আপনার গা জ্বালা করবে।
সেই ব্যক্তি কাছে না থাকলে আপনি তাঁকে মিস করেন প্রচণ্ড। তাঁর মেসেজ-কল পাওয়ার অপেক্ষায় থাকেন।
বিশেষ ব্যক্তির সঙ্গে আপনি কেবল আপনার বাকি জীবন কাটাতে দেখেন না। বরং আপনি তাঁর সঙ্গে নিজেকে বুড়ো হতে দেখতে চান।