BY- Aajtak Bangla
1st February, 2025
নিত্যদিনের পোশাকের মতোই ব্রা বা ব্রেসিয়ার পরিষ্কার করা খুবই দরকার।
তবে পোশাকের চেয়েও কিন্তু বেশি যত্ন করতে হবে অন্তর্বাসকে। পরিচ্ছন্নতার মতো জরুরি বিষয় জড়িয়ে আছে যে।
কীভাবে ব্রা কাচবেন রইল তারই একগুচ্ছ হদিশ।
ব্রা অথবা ব্রেসিয়ার কখনও ওয়াশিং মেশিনে কাচা ঠিক নয়। তাই নরম হাতে ধোওয়া ভাল।
ব্রা-এর ট্যাগে যদি ডিটার্জেন্ট সংক্রান্ত কোনও নির্দেশ দেওয়া থাকে, তাহলে সেটা মেনে চলতে হবে।
আর তা না থাকলে, ব্যবহার করতে হবে যে কোনও কোমল ডির্টাজেন্ট পাউডর অথবা লিকুইড সাবান।
খুব গরম জলে নয়, ঠান্ডা জলে বা ইষদুষ্ণ জলে হাল্কা হাতে ধুতে হবে ব্রা।
ব্রা ধোওয়ার সময় তার হুক খুলে নেবেন। এরপর ২০ মিনিট থেকে ১ ঘণ্টা ডিটার্জেন্টে ভিজিয়ে রাখুন।
কাচার পরে অন্তর্বাস শুকোতে দিন খোলা হাওয়ায়। তবে রোদে নয় কিন্তু। তাই ছায়ার নীচে শুকিয়ে নিন অন্তর্বাস।