BY- Aajtak Bangla
31st July, 2024
সাধ করে অনেক দাম দিয়ে তোয়ালে কিনলেন। কিন্তু মাস খানেক ব্যবহারের পরই তা শক্ত খড়খড়ে হয়ে গিয়েছে।
গা-হাত-পা, মখ মুছে সেই আরাম পাচ্ছেন না। আর তোয়ালে আবার আগের মতন নরম করবেন কী করে সেটাও জানা নেই।
তোয়ালে নরম করার টিপস তাহলে জানুন, যা খোদ ধোপাদের থেকে নেওয়া।
তোয়ালে খড়খড়ে হয়ে যাওয়ার বড় কারণ সাবান। তন্তুর ভিতর সাবান আটকেই সেগুলিকে শক্ত করে দেয়।
তাই যতটা সম্ভব কম সাবান ব্যবহার করুন তোয়ালে কাচার সময়।
তোয়ালে ঠান্ডা জলে কাচলে, আরও বেশি মাত্রায় সাবান জমা হয় তার তন্তুর মধ্যে। তাই হাল্কা গরম জলে তোয়ালে পরিষ্কার করুন।
বাজারে তোয়ালে নরম রাখার নানা রাসায়নিক পাওয়া যায়। তার বদলে সাদা ভিনিগার ব্যবহার করুন।
কাচার পরে সাদা ভিনিগারে তোয়ালে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপরে জলে ধুয়ে নিন।
তোয়ালে কাচার সময়ে সাবানের সঙ্গে সোডা মিশিয়ে নিন। এই মিশ্রনে তোয়ালে কাচলে তা অনেকটাই নরম থাকবে।