BY- Aajtak Bangla

বাস্তুদোষ আছে নাকি আপনার বাড়িতে, বুঝুন এসব লক্ষণ দেখে 

31 January 2025

বাড়ির বাস্তু ঠিক থাকলে সংসার সুখের হয়। আর বাস্তুদোষ থাকলেই জীবনে নানা সমস্যা তাড়া করে।

তাই বাস্তুশাস্ত্র মেনে ঘরবাড়ি কেনা বা তৈরি করা উচিত।

আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি না, বুঝুন এসব লক্ষণ দেখেই...

 যদি দেখেন, বার বার আর্থিক ক্ষতি হচ্ছে, তা হলে বুঝবেন বাস্তু দোষ আছে ঘরে।

চিকিৎসা ক্ষেত্রে যদি লাগাতার অতিরিক্ত খরচ হতে থাকে, তা হলে বুঝবেন বাড়ির বাস্তু ঠিক নেই। .

বাড়িতে বাস্তুদোষ থাকলে পরিবারের সদস্যরা মানসিক ভাবে ভেঙে পড়েন। . .

যে বাড়িতে বাস্তু দোষ থাকে, সেখানে অশান্তি লেগে থাকে। 

পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক থাকলে বুঝবেন সেটা বাস্তু দোষের লক্ষণ।

মাথায় যদি সবসময় খারাপ চিন্তা থাকে, তা হলে বুঝবেন বাস্তু দোষ আছে।