6th July, 2024
BY- Aajtak Bangla
বর্ষাকাল মানেই বাড়িতে বিন বুলায়ে মেহমান সাপের আনাগোনা লেগেই থাকবে।
আর বাড়িতে সাপ ঢুকলে অনেক সময়ই তা টের পাওয়া যায় না।
বিশেষ করে সাপ যদি দেওয়ালে মিশে থাকে সেটা বোঝা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।
তাই সাপ বাড়িতে ঢুকে দেওয়ালে মিশে রয়েছে তা বুঝবেন কী করে জেনে নিন।
দেওয়ালে সাপ যদি থাকে তাহলে একটু মন দিয়ে কান পাতলেই সাপের হিস হিস শব্দ শুনতে পারবেন।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
যে সাপগুলো ইঁদুর তাড়া করে তাদের প্রায়ই দেওয়ালের পিছনে হিস হিস শব্দ শোনা যায়।
উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।
সাপ আক্রমণকারী না হলেও তারা খাবারের সন্ধানে বাড়ির স্যাঁতস্যাঁতে ও অন্ধকার জায়গায় থাকে। তাই তাদের দেওয়ালে থাকার সম্ভাবনা থেকেই থাকে।
সাপ খুব সরু ও স্কিনি হওয়ার কারণে যে কোনও জায়গাতেই ফিট হয়ে যায়। তাই দেওয়ালে কোনও গর্ত থাকলে সেখানে বসে থাকতে পারে।
ভুলভাবে সিল করা দরজা বা জানালা, বাড়ির বাইরে আটকে থাকা খোলা পাইপ, ইট বা সাইডিংয়ে ফাটল, নর্দমা এবং তারের এন্ট্রি হল কয়েকটি ভিন্ন পদ্ধতি যা সাপ বাড়িতে প্রবেশ করতে ব্যবহার করতে পারে।
খাবারের সন্ধানে সাপগুলিকে দেওয়ালে দেখা যায়। দেওয়ালের মধ্যে তাদের হিস হিস শব্দ শোনা যায়।
তবে সাপের সন্ধান পেলে নিজে থেকে তাড়াতে যাবেন না। অভিজ্ঞ কোনও ব্যক্তিকে ডেকে নেবেন।