17 January, 2024

BY- Aajtak Bangla

আপনার সন্তান খুব চালাক হবে, ছোটবেলায় এই ৫ গুণ দেখলেই বুঝবেন

প্রতিটি শিশু আলাদা। ছোট থেকে শিশুদের নিজস্ব গুণ বোঝা যায়।   

অনেক সময় মা-বাবারা শিশুর প্রতিভা চিনতে পারেন না। ফলে তা চাপা পড়ে যায়। 

কীভাবে বুঝবেন আপনার সন্তানের বিশেষ প্রতিভা আছে? রইল চেনার উপায়-

খুব দ্রুত শেখা- প্রতিভাধর শিশুরা অন্য সহকর্মীদের তুলনায় অনেক দ্রুত শিখতে পারেন। 

প্রাথমিক ভাষা শিক্ষা, চটপটে বুদ্ধি ও সমস্যা সমাধানের বুদ্ধিমত্তা। যা বলে দেবে আপনার সন্তান প্রতিভাধর। 

শাণিত স্মৃতি- ছোট ছোট বিষয় মনে রাখে, বহু শব্দ শেখা- বুঝবেন এ শিশু দুর্দান্ত।

কৌতূহল- প্রতিভাধর শিশুদের সব কিছু জানার ইচ্ছা থাকে প্রবল। তাঁর ইচ্ছাকে উৎসাহিত করুন। প্রশ্ন করলে উত্তর দিন।  

পড়ার আগ্রহ- বুদ্ধিমান শিশুদের পড়ার প্রতি আগ্রহ থাকে। তারা তাড়াতাড়ি শেখেও। বিষয়কে গভীরভাবে বোঝে। 

সৃজনশীল- শিশু বেশি সৃজনশীল ও কল্পনাপ্রবণ হলে সে প্রতিভাধর। যেমন আঁকা, সঙ্গীত, নৃত্যে আগ্রহ।  

সৃজনশীল শিশুদের স্বাধীনতা দিন। তাঁদের কল্পনাকে উৎসাহিত করুন।