26 January, 2025
BY- Aajtak Bangla
বিয়ের মতো বন্ধন ইদানীং ঠুনকো হয়ে গিয়েছে। সাধারণ কারণেও ডিভোর্স হচ্ছে।
বিয়ে বা প্রেমে তৃতীয়পক্ষের আগমন সম্পর্কে ভাঙন ধরায়।
কীভাবে বুঝবেন আপনার পার্টনার নতুন সম্পর্কে জড়িয়েছেন? রইল পরকীয়ার ৭ লক্ষণ।
ফোনে আসক্তি- ফোন নিয়ে সবসময় ব্যস্ততা। ফোন এলে আলাদা চলে যাওয়া। গোপনে টাইপিং।
পরিবারকে কম সময়- নানা অজুহাতে পরিবারকে সময় দেন না।
নতুন কোনও নাম- নতুন কোনও ব্যক্তির নাম পার্টনারের কাছ থেকে ঘনঘন শুনতে পেলে।
অকারণে রাগ- পার্টনার কথায় কথায় রেগে যান। তুচ্ছ ব্যাপারেও ঝগড়া করেন।
যৌনতায় উদাসীনতা- পরকীয়ার বড় লক্ষণ পার্টনার মিলনে অনিচ্ছুক। বা মিলনে মন থাকে না।
প্রতিদিনের রুটিন জানা- আপনি কখন আসবেন, কোথায় আছেন- ইত্যাদি পার্টনার জিজ্ঞেস করলে।
পোশাক-সাজ- শারীরিক গঠন, সাজ ও পোশাক নিয়ে পার্টনার অতিরিক্ত সচেতন হলে।