26 January, 2025

BY- Aajtak Bangla

পরকীয়ায় জড়িয়েছে প্রিয় মানুষ, স্বভাবে  এই ৫ বদল দেখলেই সাবধান

বিয়ের মতো বন্ধন ইদানীং ঠুনকো হয়ে গিয়েছে। সাধারণ কারণেও ডিভোর্স হচ্ছে।

বিয়ে বা প্রেমে তৃতীয়পক্ষের আগমন সম্পর্কে ভাঙন ধরায়।

কীভাবে বুঝবেন আপনার পার্টনার নতুন সম্পর্কে জড়িয়েছেন? রইল পরকীয়ার ৭ লক্ষণ। 

ফোনে আসক্তি- ফোন নিয়ে সবসময় ব্যস্ততা। ফোন এলে আলাদা চলে যাওয়া। গোপনে টাইপিং। 

পরিবারকে কম সময়- নানা অজুহাতে পরিবারকে সময় দেন না।

নতুন কোনও নাম- নতুন কোনও ব্যক্তির নাম পার্টনারের কাছ থেকে ঘনঘন শুনতে পেলে।

অকারণে রাগ- পার্টনার কথায় কথায় রেগে যান। তুচ্ছ ব্যাপারেও ঝগড়া করেন। 

যৌনতায় উদাসীনতা- পরকীয়ার বড় লক্ষণ পার্টনার মিলনে অনিচ্ছুক। বা মিলনে মন থাকে না।

প্রতিদিনের রুটিন জানা- আপনি কখন আসবেন, কোথায় আছেন- ইত্যাদি পার্টনার জিজ্ঞেস করলে।

পোশাক-সাজ- শারীরিক গঠন, সাজ ও পোশাক নিয়ে পার্টনার অতিরিক্ত সচেতন হলে।