BY- Aajtak Bangla
20 September, 2024
রাস্তায় কুকুর শান্তশিষ্ট হলেও অনেক সময় তেড়ে আসে। তাই সাবধান থাকা জরুরি।
ভারতে কুকুরের আক্রমণে অনেকের মৃত্যুও হয়েছে। কীভাবে বুঝবেন কুকুরটি আপনাকে কামড়াতে পারে?
কুকুরের কামড়কে সবাই ভয় পান। কিন্তু কীকভাবে বুঝবেন যে রাস্তার কুকুরটি আপনাকে কামড়াতে পারে, বা কোন ইঙ্গিতে তা স্পষ্ট হবে?
কুকুর ভালো মুডে থাকলে লেজ নাড়াতে পারে বা গায়ের কাছে ঘেঁষতে পারে। কিন্তু যদি কোনও কুকুর স্থির থাকে তাহলে সাবধান।
কোনও কুকুর আপনার দিকে তাকিয়ে স্থির হয়ে আছে, এমনটা হলে সাবধান হয়ে যাওয়া উচিত।
কোনও কুকুরের গায়ের লোম যদি খাড়া হয়ে যায়, তাহলে সতর্ক থাকুন। সেই সময় কুকুরকে আদর করতে না যাওয়া উচিত।
কুকুর যে সব সময় তর্জন গর্জন করেই কামড়াবে এমনটা নাও হতে পারে। হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে।
তাই কুকুর দেখলে তার মতিগতি বোঝার চেষ্টা করুন। কুকুরের মুড খারাপ বুঝলে কাছে না ঘেঁষা ভালো। সেই এলাকা ছেড়ে দিন।
কামড়ানোর আগে কুকুরের চোখ অনেকটা বদলে যায়। হিংস্র হয়ে ওঠে তারা। তাই সেদিকে খেয়াল রাখুন।
রাস্তায় অনেক কুকুর অহেতুক তাড়া করে। তাই বাইক চালানোর সময় সাবধানে থাকবেন। অনেক কুকুর গাড়ি গোড়ার হর্ন বা আওয়াজ পছন্দ করে না। তাই গতি অল্প করবেন, অহেতুক হর্ন বাজাবেন না।