BY- Aajtak Bangla

খাবেন না তবে মাখতে দোষ নেই, ত্বকের জেল্লা বাড়াবে এই সাদা মিষ্টি দানা

12th February, 2025

ছিপছিপে থাকবেন বলে চিনি এড়িয়ে চলেন অনেকেই। চিনি না খাওয়া নিঃসন্দেহে স্বাস্থ্যকর অভ্যাস।

তবে শুধু মিষ্টি এড়িয়ে চললে হবে না, রান্নাতেও চিনি ব্যবহার করা বন্ধ করতে হবে।

চিনি শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই খারাপ।

তবে শরীরের জন্য খারাপ হলেও তা ত্বকের জন্য কোনও বরদানের থেকে কম নয়।

ত্বকের যত্নে চিনি খুবই কার্যকর। বিভিন্নভাবে চিনি ব্যবহার করা যায়। 

ত্বকের মৃত কোষ দূর করতে নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে আলতো হাতে ঘষলেই চকচক করবে ত্বক।

চিনি ও মধুর মিশ্রণে ফাটা ঠোঁট হবে নরম ও মসৃণ।

অনেক সময় শরীরের বিভিন্ন অংশে নানা স্ট্রেচ মার্ক দেখতে পাওয়া যায়। চিনি এক্ষেত্রে সাহায্য করতে পারে। চিনি, কফির গুঁড়ো আর মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের অংশে প্রলেপ লাগিয়ে দেন। কয়েক দিনেই সুফল পাবেন।

চুলের যত্নেও চিনি অসাধারণ। শ্যাম্পুর সঙ্গে চিনি ও মধু মিশিয়ে মাখলে খুশকি দূর হয় আর চুলও হয় নরম ও সিল্কি।