BY- Aajtak Bangla
8 April, 2025
অধিকাংশ বাড়ির দেওয়ালেই টিকটিকির দেখা পাওয়া যায়।
এই প্রাণীটিকে অনেকেই ভয় পান আবার অনেকেই ঘৃণার চোখে দেখেন।
তবে এই টিকটিকির সঙ্গে জড়িয়ে আছে হিন্দুদের অনেক বিশ্বাস।
কুসংস্কার বলে মনে হলেও একথা অনেকেই মানেন যে কোনও কথা বলার মাঝে যদি টিকটিকি ডেকে ওঠে তাহলে তা ভবিষ্যতে সেটাই সত্যি বলে ফলে যায়।
আসুন দেখে নিই টিকটিকির আওয়াজ কীভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করে।
টিকটিকির আওয়াজ শোনা সবসময় সম্ভব নয়। তবে খাওয়ার সময় টিকটিকির আওয়াজ শোনা যায় তাহলে কোনও শুভ সংবাদ পরিবারের মধ্যে আসতে চলেছে বলে মনে করা হয়।
আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে, তা হলে জানতে হবে, সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্র ফলতে চলেছে।
টিকটিকির ডাক শোনা যে কোনও সময়েই শুভ ফল দিতে পারে।
শকুন শাস্ত্রের মতে, টিকটিকি যদি উপরে থেকে পড়ে এবং শরীরের অংশের অংশে পৌঁছায় তবে এটি একটি ভাল লক্ষণ হিসাবে বিবেচিত হয়।