30 March, 2025
BY- Aajtak Bangla
টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যান। অনেকে আবার ঘেন্না পান।
টিকটিকি দেখলে স্বাভাবিকভাবেই তা তাড়ানোর জন্য উদ্যোগী হন সকলে।
সাধারণত দেওয়ালে টিকটিকি থাকে। আর বাস্তুমতে বলা হয় বাড়িতে টিকটিকি থাকলে সেখানে মা লক্ষ্মীর বাস।
অনেক বাড়ির দেওয়ালেই জোড়া টিকটিকির দেখা মেলে।
জোড়া টিকটিকি সাধারণত সঙ্গমরত অবস্থায় থাকে। আর সেই অবস্থায় দেওয়ালে এদের দেখে ফেললে কী হয় জানেন?
জোড়া টিকটিকি দেখলে সাধারণত শুভ মনে করা হয়, বিশেষ করে যদি তাদের সঙ্গমরত অবস্থায় দেখা যায়।
এটি নতুন সম্পর্ক বা ভাগ্যের উন্নতির সঙ্কেত দিয়ে থাকে। অর্থাৎ আপনার সময় ভাল আসতে চলেছে।
জোড়া টিকটিকি দেখলে বাস্তুমতে এটা শুভ। আপনার বাড়িতে খুব শীঘ্রই কোনও সুখবর আসতে চলেছে।
তবে কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দু’টি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে, তা হলে জানবেন, যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল নাও হতে পারে।