BY- Aajtak Bangla

ফ্রিজ দেওয়াল থেকে কতটা দূরে রাখবেন? ৯৯% মানুষ জানেন না

30 April, 2025

প্রত্যেক গৃহস্থ বাড়িতে ফ্রিজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক পণ্য।

খাবার রাখা থেকে শুরু করে গরমে জল ঠান্ডা করা, সবই এই ফ্রিজেই হয়ে থাকে।

সব বাড়িতেই ফ্রিজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ফ্রিজ সঠিকভাবে রাখার নিয়ম আমরা অনেকেই জানি না। সঠিকভাবে ফ্রিজ ব্যবহার না করলে তা নষ্ট হতে পারে।

ফ্রিজ ঘরে রাখার পর দেওয়াল থেকে দূরত্ব কতটা হওয়া উচিৎ তা অনেকের কাছেই অজানা।

রেফ্রিজারেটরে বাতাস চলাচলের জন্য দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্বে রাখতে হবে। তা না হলে ফ্রিজও সঠিকভাবে কাজ করতে পারে না।

বলা হয় যে ফ্রিজটি পিছনের দেয়াল থেকে অন্তত ৪ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ২ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে থাকা উচিত।

বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে, ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হবে। দীর্ঘ দিন এমন চললেল ফ্রিজ খারাপ হবে তাড়াতাড়ি।

তবে দেওয়াল থেকে সঠিক দূরত্বে রাখলে ফ্রিজের ভিতরকার হাওয়া বাইরে খেলতে পারবে ভাল ও কম্প্রেসার সহজে গরম হবে না।