15th July, 2024

BY- Aajtak Bangla

কতটা দূর থেকে টিভি দেখবেন? জানতেন না তো

যতই হাতে হাতে মোবাইল ফোন ঘুরে বেড়াক না কেন, এখনও মানুষ টিভি দেখার নেশা ছাড়তে পারেননি।

বাড়িতে বাড়িতে আজও বিনোদনের উৎস হয়ে জায়গা দখল করে আছে টেলিভিশন। স্মার্ট টেলিভিশনে ইউটিউব, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার সুযোগও রয়েছে।

ছোট–বড় বহু মানুষের মাঝেই টেলিভিশন এখনো দারুণ জনপ্রিয়। অনেকেই খুব কাছ থেকে টিভি দেখেন। কিন্তু জানেন কি একটা নির্দিষ্ট দুরত্ব থেকে টিভি দেখা উচিত। 

একটানা দীর্ঘ সময় টেলিভিশন দেখাও উচিত নয়। আসুন তাহলে জেনে নিন ঠিক কতটা দূর থেকে টিভি দেখবেন।

টেলিভিশনের পর্দা থেকে যে আলো নির্গত হয়, তার জন্য চোখে ক্ষতিকর প্রভাব পড়ে। অনেকক্ষণ ধরে খুব কাছ থেকে টেলিভিশন দেখলে চোখ ক্লান্ত হয়ে পড়ে।

টেলিভিশন দেখার সময় এর থেকে অন্তত ১০ ফুট দূরত্বে অবস্থান করুন।

২৪ ঘণ্টার ভেতর এক-দুই ঘণ্টার বেশি টেলিভিশন দেখা কারও জন্যই ঠিক নয়।

তা ছাড়া মিনিট কুড়ি টেলিভিশন দেখার পর মিনিট পাঁচেকের বিরতি দেওয়া উচিত।

অন্ধকার বা প্রায় অন্ধকার ঘরে টেলিভিশন দেখা যাবে না কখনোই। সোজাভাবে বসে টেলিভিশন দেখুন।

কোনও উঁচুতে টিভি রাখবেন না। টেলিভিশন রাখা উচিত চোখ বরাবর উচ্চতায়।